নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ১,জুলাই :: ভোগান্তির শিকার সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীরা। অভিযোগ, মানিকচক ব্লক পঞ্চায়েত সমিতির তরফে মানিকচক বাসস্ট্যান্ডে নির্মাণ করা হয় লক্ষ লক্ষ টাকা ব্যয় করে শৌচালয়। তবে সেই শৌচালয়ে নেই জলের ব্যবস্থা, তালা বন্ধ অবস্থায় রয়েছে।
জানা গেছে, বিগত প্রায় ছয় থেকে সাত মাস আগে নির্মাণ করা হয় মানিকচক বাসস্ট্যান্ডে শৌচালয়। মানিকচক পঞ্চায়েত সমিতির তরফে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা ব্যয় করে নির্মাণ করা হয়েছে। তবে নির্মাণের পর থেকেই নেই জলের ব্যবস্থা, তালা বন্ধ অবস্থায় রয়েছে এমনটাই অভিযোগ করছেন স্থানীয় লোকজন।
মালদার মানিকচকে রয়েছে বিভিন্ন প্রশাসনিক দপ্তর। প্রতিনিয়ত আসেন হাজার হাজার মানুষ। তবে শৌচালয়ের তালা বন্ধ অবস্থায় ফলে বিপাকে পড়তে হয় সাধারণ মানুষদের। যদিও স্থানীয় দোকান ব্যবসায়ীদের দাবি শৌচাগারে জলের ব্যবস্থা করা হোক এবং তালা খোলা হক যাতে সাধারণ মানুষ শৌচালয় ব্যবহার করতে পারে।