নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: ধুপগুড়ি :: শনিবার ২৪,জানুয়ারি :: ভক্তি, শ্রদ্ধা আর সমাজসেবার এক অনন্য নজির সৃষ্টি হলো ধুপগুড়ি শহরের বেসরকারি বাংলা মাধ্যম বিদ্যালয় শ্রী শ্রী নিত্যকমনানন্দ সারদা শিশু মন্দির ও বিদ্যা মন্দিরে।
উপলক্ষ ছিল নেতাজী সুভাষচন্দ্র বসুর ১৩০-তম জন্মজয়ন্তী উদযাপন এবং বাগদেবীর আরাধনা। সারাদিনব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে এদিন বিদ্যালয় প্রাঙ্গণ হয়ে উঠেছিল উৎসবমুখর।
এদিন সকালে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ধুপগুড়ি বিধানসভার বিধায়ক ডঃ নির্মল চন্দ্র রায়। তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন এবং নেতাজীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান।
উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি নেতাজীর জীবনের আদর্শ এবং তাঁর স্বাধীনতা সংগ্রামের নানা অজানা তথ্য তুলে ধরেন। তাঁর কথায় উঠে আসে বর্তমান প্রজন্মের কাছে নেতাজীর প্রাসঙ্গিকতার কথা।
কেবলমাত্র আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থেকে, বিদ্যালয় কর্তৃপক্ষ এদিন আয়োজন করেছিল ‘নরনারায়ণ সেবা’। এই বিশেষ কর্মসূচির মাধ্যমে এলাকার প্রায় ৪০০ জন দুঃস্থ মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেওয়া হয়। পাশাপাশি তাঁদের জন্য সুশৃঙ্খলভাবে ভোজনের ব্যবস্থাও করা হয়েছিল।
একই সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হয় সরস্বতী বন্দনা। সকাল থেকেই ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে প্রাঙ্গণ

