ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রার পুন্য তিথির আনন্দ উৎসব উপলক্ষে সম্প্রীতির মহা মিলন ক্ষেত্র হয়ে উঠল নদীয়ার মায়াপুরের রাজাপুর গ্রাম।

নিজস্ব সংবাদদাতা :: নদীয়া :: মায়াপুর :: রাজাপুর :: সংবাদ প্রবাহ :: ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রার পুন্য তিথির আনন্দ উৎসব উপলক্ষে সম্প্রীতির মহা মিলন ক্ষেত্র হয়ে উঠল নদীয়ার মায়াপুরের রাজাপুর গ্রাম।এদিন স্নান যাত্রা উৎসব কে ঘিরে সকাল থেকেই জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ভক্তবৃন্দ দের ভিড় উপচে পরে রাজাপুর জগন্নাথ মন্দিরে। জগন্নাথ দেবের অধিবাসের পর মঙ্গলবার স্নান যাত্রা উপলক্ষে সারা দিন ব্যাপী চলবে নানা ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে জগন্নাথ মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে। কথিত আছে জগন্নাথ দেবের স্নানযাত্রার পরে তার জ্বর হয় এবং তিনি লোকচক্ষুর আড়ালে চলে যান। পুনরায় রথযাত্রার দিন ফের রথে করে নিজের আদি গ্রাম রাজাপুর থেকে মাসির বাড়ি মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে আসবেন তিনি এবং উল্টো রথের দিন আবার জগন্নাথ দেব রাজাপুর মন্দির ফিরে যাবেন।প্রতি বছরের মতো এবারও মায়াপুর ইসকন পরিচালিত রাজাপুর জগন্নাথ মন্দিরে স্নান যাত্রা উৎসব কে ঘিরে দেশ ও বিদেশের অসংখ্য ভক্তদের পাশাপাশি প্রচুর স্থানীয় মানুষজনদের যোগ দিতে দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 1 =