ভঙড়ে ফরেন্সিক ও সিআইডির টিম এলো

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ভাঙড় :: শুক্রবার ১৪,জুলাই :: ভোট পরবর্তী হিংসার কারণে মঙ্গলবার রাতে থেকে উত্তপ্ত ভাঙড়। যত রাত গড়িয়েছে ততই অগ্নিগর্ভ হয় পরিস্থিতি। কাঁঠালিয়ায় গণনা কেন্দ্রের বাইরে পরের দিনও পড়তে থাকে পরপর বোমা। রাতজুড়ে শুধু বোমাগুলির শব্দ।

বোমার আঘাতে জখম হন অতিরিক্ত পুলিশ সুপার। জখম হন তাঁর দেহরক্ষীও। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তিনজনের । থমথমে এলাকায় সকাল থেকেই জারি হয় ১৪৪ ধারা । তার ২৪ ঘন্টা কাটতে না কাটতে আবারও উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড় । বোমা বিস্ফোরণে গুরুতর জখম হয় তিনজন।

ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্ত করতে ভাঙড়ের কাঠালিয়া হাই স্কুল সংলগ্ন এলাকায় ফরেন্সিক টিম ও সিআইডির টিম এসে নমুনা সংগ্রহ করেন। রাস্তার পাশে যেখানে মৃতদেহ পড়েছিল সেখানে পরীক্ষা করার পাশাপাশি রক্তের নমুনাও সংগ্রহ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − ten =