নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভদ্রেশ্বর :: শনিবার ১২,এপ্রিল :: পশ্চিমবঙ্গের হুগলি জেলার ভদ্রেশ্বর তেলিনীপাড়ায় জুমার নামাজের পর ওয়াকফ বোর্ড সংশোধনী বিলের বিরুদ্ধে মুসলিম সমাজের পক্ষ থেকে তীব্র বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
‘খেমা ঘর নবজোয়ান কমিটি’, ‘একতা গ্রুপ’, ‘নিউ ভয়েস অল অউল’ এবং ‘তেলিনীপাড়া ভয়েস’-এর ব্যানারে শত শত মুসলিম নাগরিক এই বিলের বিরোধিতায় অংশ নেন।
ভাইস চেয়ারম্যান ফিরোজ খান বলেন, “ওয়াকফ বোর্ড হল আমাদের পূর্বপুরুষদের আল্লাহর নামে দান করা সম্পত্তি, যা আমাদের পিছিয়ে পড়া, গরিব ও অসহায় মানুষের সহায়তার জন্য ব্যবহৃত হয়। কেন্দ্রীয় বিজেপি সরকার দেশকে হিন্দু-মুসলিম ভেদাভেদে বিভক্ত করতে চায়।”
তিনি আরও বলেন, “যেমন রাম মন্দির ট্রাস্টে অন্য ধর্মের কাউকে অন্তর্ভুক্ত করা যায় না, তেমনি ওয়াকফ বোর্ডেও অন্য ধর্মের কাউকে অন্তর্ভুক্ত করা যায় না।”আজকের বিক্ষোভে শতাধিক মুসলিম ভাই অংশগ্রহণ করেছেন।
তিনি সতর্ক করে বলেন, “যদি এই বিল কেন্দ্রীয় সরকার প্রত্যাহার না করে, তাহলে ভবিষ্যতে তেলিনীপাড়া থেকে হাজার হাজার মানুষকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”