ভবানীপুরে SIR শুনানি নিয়ে অভিযোগ, রশিদ না দিয়েই নথি জমার দাবি!

নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শনিবার ৩১,জানুয়ারি :: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের ৭০ নম্বর ওয়ার্ডে SIR শুনানি ঘিরে হয়রানির অভিযোগ উঠল।

সেন্ট জন্স ডাইসেসন গার্লস হাই স্কুলে চলা শুনানিতে সাধারণ মানুষের কাছ থেকে নথিপত্র নেওয়া হলেও তার কোনও রশিদ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। এই খবর পেয়ে শনিবার শুনানি কেন্দ্রে পৌঁছন স্থানীয় কাউন্সিলর অসীম বসু।

                                                   শুনানি কেন্দ্রে পৌঁছন স্থানীয় কাউন্সিলর অসীম বসু।

কাউন্সিলরের অভিযোগ, ভবানীপুর মুখ্যমন্ত্রীর কেন্দ্র হওয়ায় চক্রান্ত করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। তিনি জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নথিপত্র গ্রহণের পর ভোটারদের রশিদ দেওয়া বাধ্যতামূলক। কিন্তু তা মানা হচ্ছে না।

প্রতিবাদ জানাতেই পরে নির্বাচনী আধিকারিকরা ফর্মে জমা দেওয়া নথির তালিকা লিখে সই ও স্ট্যাম্প দিতে বাধ্য হন বলে দাবি।

এদিন শুনানিতে আসা বহু মানুষের অভিযোগ, টানা তিন দিন ধরে ডেকে এনে তাঁদের হয়রানি করা হচ্ছে। কাউন্সিলর অসীম বসু স্পষ্ট বার্তা দেন, লিখিত প্রমাণ ছাড়া কেউ যেন নথি জমা না দেন, কারণ রশিদ না থাকলে ভবিষ্যতে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়তে পারে।

শেষ পর্যন্ত তাঁর প্রতিবাদের জেরে নথি গ্রহণের লিখিত প্রমাণ দিতে বাধ্য হন নির্বাচনী আধিকারিকরা বলে জানান স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 17 =