সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার ০৩,ডিসেম্বর :: আজ সারদা মায়ের জন্মতিথি, জলপাইগুড়ি জেলার অন্তর্গত ধুমডাংগী আশ্রমে এদিন সারদা মায়ের জন্ম তিথি উপলক্ষে পুজো পাঠ কীর্তন ও প্রসাদ বিতরণ করা হয়। এই আশ্রমের সঙ্গে জড়িয়ে আছে বহু পুরনো ইতিহাস। এই আশ্রম যথেষ্ট ঐতিহ্যবাহী আশ্রম চা বাগানের মধ্যে অবস্থিত এই আশ্রম।
অন্তত ২০০ বছরের থেকে বেশি পুরনো এই আশ্রম এই আশ্রমের সঙ্গে জড়িয়ে আছে ভবানী পাঠকের নাম। শোনা যায় ভবানী পাঠক তার সঙ্গীদের সাথে নিয়ে এখানে এসে থাকতেন। সারাদিন ভিক্ষা করে আশ্রমে নিয়ে আসতেন তারপর তা গরিব অসহায় মানুষদের মধ্যে ভাগ করে দিতেন।এই আশ্রমে আশ্রয় নিতেন ভবানী পাঠক।
আশ্রমের মধ্যে রয়েছে মায়ের মন্দির, মা কালীর মন্দির দর্শন করতে বহুদূর থেকে ভক্তরা এসে থাকেন। এদিনও মা সারদার জন্মতিথি উপলক্ষে প্রচুর ভক্ত সমাগম হয়েছিল। এছাড়া এখানকার বাসিন্দারা আরো জানান এই মন্দির অত্যন্ত জাগ্রত , এই মন্দিরের কোন কিছু মানত করলে তা অক্ষরে অক্ষরে মিলে যায়।