নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বুধবার ২,এপ্রিল :: যে বাড়িতে বিস্ফোরণ ঘটেছে, সেই বাড়ির ১০০-২০০ মিটার দুরত্বে আতশবাজির কারখানা রয়েছে বিগত ১০ বছর ধরে।
বণিক পরিবারের বাড়িতে থাকা মজুত বাজি থেকে বিস্ফোরণ ঘটেছে। বাড়িতে কেন আতশবাজি মজুত রাখা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক টিম।
কিভাবে আগুন লাগলো? গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করেছিল না কি আতশবাজি থেকেই ঘটনার সূত্রপাত তা খতিয়ে দেখবে ফরেনসিক টিম। এখনো পর্যন্ত বণিক পরিবারের দুই ভাই পলাতক। ২০২২ সালে চন্দ্রনাথ বণিক কে গ্রেফতার করা হয়েছিল।
আতশবাজি কারখানার লাইসেন্স আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। বাড়িটির যা অবস্থা তাতে প্রাথমিক তদন্তে সাদা চোখে দেখে ঘটনার কারণ বোঝা যাচ্ছে না, ঘটনার বিস্তারিত জানাবে ফরেনসিক টিম।
বণিক পরিবারের থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে উত্তরে এডিজি বলেন অভিযোগ যে কেউ করতে পারে। মৌখিক বা লিখিত ভাবে যদি কোনো অভিযোগ আসে সেটার বিরুদ্ধে পদক্ষেপ নেবে পুলিশ। এবং সেই অভিযোগের সত্যতা যাচাই করা হবে।