নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: মঙ্গলবার ২৫,ফেব্রুয়ারি :: গুজরাটে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে পথদুর্ঘটনায় মৃত্যু হল ইন্দাস থানা এলাকার এক শিক্ষক সহ তার স্ত্রী ও পুত্রের, ওই দুর্ঘটনায় মোট মৃত ছয় জন আহত ৪ জন ।
জানা যায়,গুজরাটের বিভিন্ন স্থানে ঘুরতে যায় বাঁকুড়া জেলায় ইন্দাস থানার কুশমুড়ি গ্রামের এক শিক্ষক তার স্ত্রী ও তার পুত্রসহ বেশ কয়েকজন আত্মীয় মিলে মোট ১০ জন। সমস্ত জায়গার দর্শনের পর গুজরাট থেকে বাড়ি ফেরার জন্য এয়ারপোর্টের উদ্দেশ্যে একটি টুরিস্ট গাড়ি করে রওনা দেয়।
এরপর গুজরাটের সুরেন্দনগর জেলার সায়লা লিমডি ন্যাশন্যাল হাইওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে ওই টুরিস্ট গাড়িটি। সামনের দিক থেকে একটি ডাম্পার এসে ওই টুরিস্ট গাড়িটিকে ধাক্কা মারলে দুমড়ে মুচড়ে যায় টুরিস্ট গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই মহিলা সহ পাঁচ জনের।
এই মৃত পাঁচজনের মধ্যে ছিল ইন্দাসের দেবব্রত মুখোপাধ্যায় নামের ওই শিক্ষকের স্ত্রী রিতা মুখোপাধ্যায় এবং ছেলে ঋতব্রত মুখোপাধ্যায়ের। পরে হাসপাতালে এসে শিক্ষক দেবব্রত মুখোপাধ্যায়ের মৃত্যু হয়। বাকি মৃতদের বাড়ি বর্ধমান ও আসানসোলে। আহতদের চিকিৎসা চলে স্থানীয় হাসপাতালে।