নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: রবিবার ১৯,জানুয়ারি :: পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার অধীনে মেমারি থানার অন্তর্গত বড় পলাশন গ্রামে শনিবার রাতে চাঁদের গাছ তোলা সন্নিকট দুটি খড়ের পালুই ও কৃষি কাজে ব্যবহৃত একটি ঘর সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায় অগ্নিকাণ্ডের ফলে।
অগ্নিকাণ্ডের খবর শুনে বড় পলাশন গ্রামের স্থানীয় বাসিন্দারা প্রথমে পুকুর থেকে বালতি করে জল নিয়ে আগুন নিভানোর চেষ্টা করেন। পরবর্তী পর্যায়ে মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়িতে খবর দেন। খবর পেই সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছান এবং মেমারির ফায়ার বিগেডএ খবর দেন ।অতি দ্রুত ঘটনাস্থলে মেমারি ফায়ার ব্রিগেড একটি গাড়ি ঘটনাস্থলে এসেই পৌঁছায় ।
প্রায় দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানালেন এলাকাবাসীরা। তড়িঘড়ি ফায়ার বিগ্রেড গাড়ি আসার কারণে বড়সড়ো বিপদের হাত থেকে রক্ষা পেল বলে জানালেন গ্রামবাসীরা। কিভাবে এই অগ্নিকাণ্ড ঘটল তার তদন্ত করে দেখছেন মেমারি থানার সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ।