নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বোলপুর :: সোমবার ১৬,ডিসেম্বর :: ভয়াবহ আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল এক বসত বাড়ি, ঘটনাটি ঘটেছে বোলপুর পৌরসভার অন্তর্গত ৯ নাম্বার ওয়ার্ডের মিশন কম্পাউন্ড এলাকায়। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে তারা। ওই এলাকার প্রতিবেশীরা হঠাৎই আগুন দেখতে পায় । তারপর আশেপাশের লোকজনেরা খবর দেয় দমকল কে। কয়েক ঘন্টার চেষ্টাতে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী।
বাড়ির মালিকের অভিযোগ, বাড়ির বাইরে থেকে কেউ বা কারা আগুন লাগিয়ে দিয়েছে। বাড়িতে কেউ ছিলেন না, এই না থাকার সুযোগেই কেউ শত্রুতার জেরে আগুন লাগিয়ে দিয়েছে। এই আগুন লাগানোর ফলে বাড়ির ভেতরে থাকা সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে বোলপুর থানার পুলিশ।