নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মুর্শিদাবাদ :: মঙ্গলবার ১১,মার্চ :: ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ ঘোষপাড়া মোড় সংলগ্ন এলাকায় । বাইক নিয়ে রাস্তা পারাপারের সময় তেল ট্যাংকারবাহী লরির ধাক্কায় মৃত্যু হয় তার। পুলিশ জানিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম বকুল শেখ(৪০)।
তার বাড়ি সামসেরগঞ্জ থানার চাঁদনীদহা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন চাঁদনীদহা থেকে বাইক নিয়ে বাসুদেবপুরের দিকে যাচ্ছিলেন বকুল শেখ। জয়কৃষ্ণপুর ঘোষপাড়া মোড় ১২ নম্বর জাতীয় সড়ক দিয়ে পারাপার হতে গিয়েই তেল ট্যাংকার বাহী লরি ধাক্কা মারে তাকে।
ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে অনুপনগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় বকুল শেখের। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামসেরগঞ্জ থানার পুলিশ। দুর্ঘটনার জেরে যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে।