নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মগরা :: বৃহস্পতিবার ৬,ফেব্রুয়ারি :: ভয়াবহ পথ দুর্ঘটনা মগরা থানার অন্তর্গত মধুসূদন পুর জি টি রোডের ধারে, অ্যাম্বুলেন্সের ধাক্কায় আহত বেশ কয়েকজন স্কুল ছাত্রী, গুরুতর জখম ১,
জানা যাচ্ছে সকলেই মগরার মধুসূদন পুর জি টি রোডের ধারে সাইয়েদুন্নেশা গার্লস হাই স্কুল ছাত্রী | রোজকার মতো স্কুল ছুটি হবার পর বেশ কয়েকজন ছাত্রী মিলে সাইকেলে করে বাড়ি ফিরছিল।
সেই সময় পান্ডুয়া থেকে মগরার দিকে যাচ্ছিল একটি অ্যাম্বুলেন্স, সেই সময় হঠাৎ করেই রাস্তার উপর একটি বাইক চলে আসায় অ্যামবুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা স্কুল ছাত্রীগুলির সাথে সংঘর্ষ হয়ে যায়, ঘটনাস্থলে দুমড়ে মুচড়ে যায় বেশ কয়েকটি সাইকেল।
সেখান থেকে অ্যাম্বুলেন্স চালক বেশ কয়েকটি ছাত্রীকে নিয়ে মগরা হাসপাতালে নিয়ে যায়, সেখান থেকে বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা করার পর ছেড়ে দিলেও দুজনকে চুঁচুড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
চুঁচুড়া হাসপাতালে নিয়ে আসার পর একজনের চিকিৎসা করে ছেড়ে দিলেও আরও একজনের অবস্থা গুরুতর হওয়ার কারণে তাকে কলকাতায় স্থানান্তরিত করতে হয়।,
সব মিলিয়ে এলাকার মানুষ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে থাকে, এলাকার মানুষ জানেন ওই এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তার দুধারে কাজ চলছে সেখানে কোন রকম সুরক্ষার ব্যবস্থা নেই,।