ব্যুরো নিউজ :: সংবাদ প্রবাহ :: ঢাকা(বাংলাদেশ) :: ১৭ই,এপ্রিল :: ভয়াবহ রেল দুর্ঘটনা বাংলাদেশে। মুখোমুখি সংঘর্ষ মালবাহী ট্রেন ও যাত্রীবাহী ট্রেনের। ঘটনায় অন্তত সাতটি বগি দুমড়ে মুচড়ে গেছে বলে জানা গেছে। ভয়াবহ রেল দুর্ঘটনায় হতাহতের সংখ্যা অধিক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনাটি ঘটেছে বাংলাদেশের ত্রিপুরা সীমান্তবর্তী কুমিল্লায়। একটি মালবাহী ট্রেন ও সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়, বাংলাদেশের রেল কর্তৃপক্ষ থেকে স্পষ্ট ভাবে জানানো হয়নি হতাহতের সংখ্যা ঠিক কত। তবে আশঙ্কা করা হচ্ছে এই ভয়াবহ রেল দুর্ঘটনায় হতাহতের সংখ্যা অধিক থেকে অধিকতর।
প্রত্যক্ষদর্শীরা জানান সোনারপুর রেল স্টেশনে কন্টেইনার লাইনে দাঁড়িয়ে ছিল মালবাহী ট্রেন। এরপর সোনার বাংলা এক্সপ্রেস দ্রুতগতিতে এসে মালবাহী ট্রেনে ধাক্কা মারে, দুমড়ে মুচড়ে যায় অন্ততপক্ষে সাতটি বগি। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কার্য চালাচ্ছে উদ্ধার কার্য কাহিনী।