নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোন্নগর :: সোমবার ১০,নভেম্বর :: টাকা দিলে নিষ্কৃতি পাওয়া যাবে, না হলে বাংলাদেশী বলে দাগিয়ে দিয়ে এসআইআরে নাম বাদ যাবে।দেশ থেকেও তাড়িয়ে দিতে পারে।এমন ভয় দেখিয়ে এক ব্যাক্তির থেকে পনেরো হাজার টাকা নেওয়ার অভিযোগ কোন্নগরের এক ইউটিউবারের বিরুদ্ধে।
বিষয়টি জানা জানি হতে গ্রেফতারের হাত থেকে বাঁচতে টাকা ফেরত দিলো অভিযুক্ত ইউটিউবার। তার বিরুদ্ধে এর আগেও ভয় দেখিয়ে মিডিয়ার নাম ভাঙিয়ে একাধিক তোলাবাজির অভিযোগ রয়েছে।
রিষড়া বারুজীবী এলাকার একটি কাঠের দোকানে এক কর্মচারীকে এসআইআরে নাম বাদ চলে যাবে এমন ভয় দেখিয়ে চল্লিশ হাজার টাকা তোলা চাওয়ার অভিযোগ ওঠে কোন্নগরের ওই ইউটিউবারের বিরুদ্ধে। কানাইপুর পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানাতে যান প্রতারিত।
তৃনমূলের স্থানীয় নেতা বলেন,মোবাইল নিয়ে যে কেউ চলে আসছে। মিডিয়ার সাংবাদিক পরিচয় দিয়ে ভয় দেখাচ্ছে আর তোলাবাজি করছে।এদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিক। পুলিশ সূত্রে খবর প্রতারিত কোনো অভিযোগ দায়ের করেননি।তবে তিনি যে টাকা দিয়েছিলেন সেই টাকা ফেরত পেয়েছেন।

