নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: রবিবার ১২,জানুয়ারি :: উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্বরুপনগর এর গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর মোড়ের ঘটনা। তরণী পুরের দিক থেকে স্যারাপুরের দিকে আসছিল মোটরবাইকে করে দুই নাবালক ঠিক সেই সময় উল্টো দিক থেকে কুমড়ো বোঝায় লরি মোটর বাইকে সজোরে ধাক্কা মারে ।
ঘটনাস্থলে মারা যায় শামীম মন্ডল নামের বছর পনেরর এক নাবালক আহত বছর ১৫ হুমায়ুন মন্ডল। দুজনকে সারাপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার বছর ১৫ এর শামীম মন্ডলকে মৃত বলে ঘোষণা করে |