নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চাম্বা / হিমাচল প্রদেশ :: শনিবার ৬,সেপ্টেম্বর :: হিমাচল প্রদেশের চাম্বা জেলার ভরমৌরে আটকে পড়া ৫০ জন মণিমহেশ তীর্থযাত্রীকে উদ্ধার করে চিনুক হেলিকপ্টার ব্যবহার করে চাম্বায় বিমানে করে নিয়ে যাওয়া হয়েছে।
তাদের এখন সরকারি বাসে পাঠানকোটে নিয়ে যাওয়া হচ্ছে। উদ্ধারের প্রচেষ্টা সত্ত্বেও, ৪০০ জনেরও বেশি তীর্থযাত্রী ভরমৌরে আটকা পড়ে আছেন, সরকার তাদের সরিয়ে নেওয়ার জন্য কাজ করছে