ভরা বর্ষায় বান্দোয়ানের চন্দনা শবর জন্ম দিলো কন্যা সন্তান – নাম রাখা হলো -‘বর্ষা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পুরুলিয়া :: রবিবার ২০,জুলাই :: পুরুলিয়া জেলার বান্দোয়ানের প্রত্যন্ত সরাইডি গ্রামের বাসিন্দা চন্দনা শবর। হঠাৎ করেই তাঁর প্রসব যন্ত্রণা ওঠে। কাছাকাছি কোনও স্বাস্থ্যকেন্দ্র নেই। নেই কোনও ডাক্তার। মহা সমস্যায় পড়ে পরিবার।

এই অবস্থায় প্রসূতির স্বামী রঞ্জিত শবর তড়িঘড়ি অ্যাম্বুল্যান্স ডাকেন। অ্যাম্বুল্যান্সও রওনা দেয় সরাইডি গ্রামের উদ্দেশ্যে। কিন্তু গ্রামের রাস্তা এতটাই বেহাল যে শত চেষ্টা করেও সময় মতো পৌঁছতে পারেনি অ্যাম্বুল্যান্স।

অসহায় অবস্থায় প্রসব যন্ত্রণায় কাতরাতে থাকেন প্রসূতি। অবশেষে রাস্তাতেই সন্তানের জন্ম দিলেন চন্দনা। আচমকা রাস্তাতেই জন্ম নিল ফুটফুটে কন্যা সন্তান।

বর্ষা ভেজা দিনে মায়ের কোল আলো করে পৃথিবীর প্রথম আলো দেখল সদ্যোজাত। রাস্তাতেই মা ভালোবেসে মেয়ের নাম রাখলেন ‘বর্ষা’। সরাইডি গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক বিপদতারণ কালিন্দী বলেন, “চন্দনার পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভাল নয়। স্বামী পরিযায়ী শ্রমিক।

বছরের প্রায় পুরোটা সময়ই বাইরে থাকেন। বছর দুয়েক আগেও চন্দনার একটা কন্যা সন্তান হয়েছিল, কিন্তু সদ্যোজাতর মৃত্যু হয়। ‘বর্ষা’ এখন ভাল আছে।” ফুটফুটে কন্যা সন্তানের মা চন্দনা শবর ভালোবেসে মেয়ের নাম রাখলেন ‘বর্ষা’। মা ও সদ্যোজাত দু’জনেই সুস্থ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 18 =