ভরা বর্ষায় মৎস্যজীবীর পাতা আটলে বন্দী বিষধর কেউটে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::বসিরহাট :: সোমবার ১৭,সেপ্টেম্বর ::   খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ে, মাছ ধরা আটলে বন্দি বিশাল আকৃতির কেউটে সাপ। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার সুন্দরবনের সন্দেশখালী-১ ব্লকের কালীনগর গ্রাম পঞ্চায়েতর ঘোষপুর এলাকায় মৎস্যজীবী অমিত মন্ডলের  মাছ ধরা আটলে ধরা পড়ে প্রায় ৬-৭ ফুটের কেউটে সাপ।
সেই দেখে মাছের আটোল না তুলে সেখান থেকে গ্রামবাসীদের খবর দেয় ওই মৎস্যজীবী, ঘটনাস্থলে গ্রামবাসী ছুটে এসে দেখার পর তাদের চক্ষু চড়ক গাছ । এই বিশাল আকারের কেউটে সাপ দেখে। এর পর একে একে সাপটিকে দেখার জন্য ভিড় জমায় গ্রামের বহু মানুষ। গ্রামবাসীরা যোগাযোগ করে মিনাখাঁ বন দফাতরের কর্মীর সঙ্গে। আঁটল থেকে ওই বিষধর সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।
সাপটির গায়ে রং ছিল সোনালী বর্ণ, সর্প বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই বিষধর সাপটি পূর্ণবয়স্ক খাবারের সন্ধানে সেই লোকলয়ে ঢুকে পড়েছিল। বিগত দিনে বিভিন্ন সাইক্লোনের কারণে সুন্দরবনের মানচিত্র পাল্টে গিয়েছে, তার উপরে লাগাতার বর্ষণের ফলে জঙ্গলের মধ্যে জল ঢুকে প্লাবিত হয়ে গেছে একদিকে নষ্ট হয়েছে বন্যপ্রাণীদের বাসস্থান । অন্যদিকে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের খাবার তাই তারা খিদের জ্বালায় বিভিন্ন সময়ে লোকালয়ে ঢুকে পড়ছে খাবারের সন্ধানে আর সেই খাবার জোগাড় করতে বিভিন্নভাবে মৎস্যজীবীদের জালে আবার কখনো আটোলে বন্দী হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 14 =