নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ৮,সেপ্টেম্বর :: ভর্তি ফি কমানোর দাবিতে উত্তাল হল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। সোমবার বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা মেরে বিক্ষোভে সামিল হল একাধিক ছাত্র-ছাত্রী।অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অতিরিক্ত ফি নিচ্ছে।
এ বিষয়ে বারবার প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও বাস্তবিক কোনও পদক্ষেপ করা হয়নি। বরং শুধু আশ্বাস দেওয়া হয়েছে বলে দাবি পড়ুয়াদের।পড়ুয়াদের অভিযোগ, আন্দোলন ভাঙতে ‘থ্রেট কালচার’-এর আশ্রয় নিচ্ছে কর্তৃপক্ষ। কিন্তু ফি কমানো না হলে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।