সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কাকদ্বীপ :: সোমবার ২৮,জুলাই :: কাকদ্বীপে পঞ্চায়েত সদস্যের ভাইপো খুনের ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হলো মৃত রাকিব শেখের ভাইকে। অভিযুক্তের নাম রাকেশ শেখ।গতকাল ধানক্ষেতের মধ্যে থেকে পঞ্চায়েত সদস্যের ভাইপো রাকিব শেখের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ এরপরই তদন্তে নেমে পুলিশ রাকিব শেখের ভাই রাকেশ শেখকে ইতিমধ্যেই হারুড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ গ্রেফতার করে গোটা বিষয়ের তদন্ত প্রক্রিয়া চালাচ্ছেন।
পুলিশ হেফাজতে নেওয়ার আরজি জানিয়ে আজ কাকদ্বীপ আদালতে তোলা হবে। প্রাথমিক অনুমান পারিবারিক বিবাদ জনিত সমস্যার কারণে এই খুন তবে আর কি কারণ রয়েছে তদন্ত চালাচ্ছে পুলিশ।