নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: রবিবার ৩,নভেম্বর :: ভাই ফোঁটা উপলক্ষে এই বছরে দশ থেকে বারো রকমের নতুন মিষ্টি বানিয়েছেন বিক্রেতারা। তালিকায় আছে মালাইকারি, চকলেট রোল, সীতাভোগ, মিহিদানা সহ বিভিন্ন রকমের নতুন মিষ্টি। যেগুলি ব্যাপকভাবে ক্রেতাদের আকর্ষণ করেছে।
সেগুলির দামও সাধ্যের মধ্যে। তবে বেশি বিক্রি পাঁচ টাকা পিসের রসগোল্লা। উল্লেখ পূর্ব বর্ধমান জেলার, খণ্ডঘোষ থানা এলাকার খেজুরহাটি-তে বিখ্যাত পাঁচ টাকা পিসের রসগোল্লা। বর্ধমান সহ আশেপাশের জেলা থেকেও ক্রেতারা আসেন রসগোল্লা নিতে। খেজুরহাটির রসগোল্লা রাজ্য ছাড়িয়ে যায় দিল্লি, বোম্বে, টাটা সহ আরও বহু দূর দুরান্তে।
ভাইফোঁটা উপলক্ষে ব্যাপক হারে রসগোল্লা বিক্রি হয় খণ্ডঘোষ থানা এলাকার খেজুরহাটির মিষ্টির দোকানগুলিতে। বিগত দুই বছর কিছুটা মার খেয়েছিল ভাইফোঁটার আনন্দ। তবে চলতি বছরে ভাইফোঁটায় উৎসবের আনন্দে মাতোয়ারা বঙ্গবাসী। সেই উপলক্ষে ভাইয়ের থালা সাজিয়ে তুলতে মিষ্টির দোকানগুলিতে লম্বা লাইন দেখা যায় ।