নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক :: সোমবার ১১,আগস্ট :: Air India ফ্লাইট AI-2455 তিরুবন্তপুরম থেকে দিল্লি গন্তব্যে গত রোববার কর্তব্যরত অবস্থায় চেন্নাই -তে জরুরি অবতরণ করেছিল। এর পেছনে মূলত কারিগরি সমস্যা এবং বিকৃত আবহাওয়া পরিস্থিতি ছিল ।
রবিবার তিরুবনন্তপুরম থেকে দিল্লি যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI 2455। ফ্লাইট টেকঅফের পর এয়ার টার্বুল্যান্সের মুখে পড়ে। সম্ভবত প্রযুক্তিগত ত্রুটির কারণে জরুরি ভিত্তিতে চেন্নাইয়ে ঘুরিয়ে দেওয়া হয় ফ্লাইটটি।
এবিষয়ে সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস নেতা কে সি বেনুগপাল জানিয়েছেন, ‘আমরা হয়তো ভাগ্য কিংবা পাইলটের দক্ষতার জোরে বেঁচে গিয়েছি। কিন্তু যাত্রীদের নিরাপত্তা ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া যায় না।’ ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন এবং অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের কাছে ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা কে সি বেনুগপাল
ফ্লাইটপ্রায় ১০:৩৫ PM IST-এ Chennai-তে অবিরত অবতরণ করেছিল ।
অবতরণ পূর্বে বিমানটি প্রায় দুই ঘণ্টা Chennai-এর উপরে ঘুরে ফিরে (holding pattern) অপেক্ষা করেছিল এবং প্রথম প্রচেষ্টা বাতিল করে আবার প্রয়াস করা হয় ।
কংগ্রেস নেতা কে সি ভেনুগপাল যিনি ওই ফ্লাইটে ছিলেন তিনি বলেন যে,বেনুগোপাল জানান, ফ্লাইট টেকঅফের কিছুক্ষণের মধ্যেই এয়ার টার্বুল্যান্সের মুখে পড়ে। তাঁর অভিযোগ, ঘটনার কথা পাইলট যাত্রীদের জানিয়েছিলেন এক ঘণ্টা পরে।
প্রায় এক ঘণ্টা পরে পাইলট জানান, সিগন্যালে ত্রুটি ধরা পড়েছে। বিমানকে চেন্নাইয়ে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। প্রায় ২ ঘণ্টা আকাশেই চক্কর কাটতে হয়।
যখন অবতরণ করে, তখন জানা যায়, রানওয়েতে আরও একটা বিমান রয়েছে। নামতে নামতে পাইলট ফের ফ্লাইটটিকে উপরে তোলেন। দ্বিতীয়বারের চেষ্টায় সফল অবতরণ হয়।
ফ্লাইটে আরও সাংসদ এবং যাত্রীরা ছিলেন। অন্যান্য বিমান একই রানওয়েতে ছিল, যা একটি “heart-stopping” মুহূর্ত হয়েছিল, কিন্তু বিমানকর্মী সেই মুহূর্তে সহস্রবার বিশাল দক্ষতা ও সৌভাগ্য দিয়ে পরিস্থিতি সামলেছে ।