ভাঙড়ের দায়িত্ব শওকতের বদলে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক ব্যানার্জি নিজে নিক ভাঙ্গড়ের মাটিতে দাঁড়িয়ে হুংকার দিলেন নওশাদ সিদ্দিকী

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: ভাঙড় :: ২রা,এপ্রিল :: রবিবার পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগ বৃদ্ধি করতে নেমে ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে আবারও রাজ্য সরকারের বিরুদ্ধে হুংকার দিলেন আইএসএফ নেতা তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী বলেন,”শওকত মোল্লার বদলে ভাঙড়ের দায়িত্ব যদি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিতেন, তাহলে ভাল হত”।

রবিবার ভাঙড় থেকে এমনই কটাক্ষ করলেন স্থানীয় বিধায়ক নওশাদ সিদ্দিকি। ভাঙড় বিধানসভার ভোজেরহাট থেকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী গাড়ি নিয়ে মিছিল শুরু করেন। জেল থেকে মুক্তির পর এলাকায় এলাকায় জনসংযোগ কর্মসূচি হিসেবে এই মিছিল ।

প্রসঙ্গত,জেল থেকে ছাড়া পাওয়ার পর ভাঙড় ২ নম্বর ব্লকের বিভিন্ন জায়গায় তাঁর ভাঙা গাড়ি নিয়ে ঘুরে ঘুরে জনসংযোগ করেন। এ বার বিশাল বাইক বাহিনী নিয়ে ভোজেরহাট থেকে কর্মসূচি নেন নওশাদ। সেখানে তিনি বলেন,‘‘বিধানসভা ভোটে তৃণমূল যে জমি হারিয়েছে তা আর কোনও ভাবে পুনরুদ্ধার করা সম্ভব না। তাই শওকতের বদলে ভাঙড়ের দায়িত্ব নিন মমতা বা অভিষেক বন্দ্যোপাধ্যায়।

’’সামনেই রাজ্যে পঞ্চায়েত ভোট। ভাঙড়ে আইএসএফের শক্ত ঘাঁটিতে চি়ড় ধরাতে বিভিন্ন পরিকল্পনা করছে শাসকদল। ভাঙড় বিধানসভার জন্য পর্যবেক্ষক করা হয়েছে ক্যানিং পূর্বের বিধায়ক শওকতকে। সেই শওকত আবার কিছু দিন আগে ‘খুন হয়ে যেতে পারি’, এই আশঙ্কা করে কাশিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =