নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভাঙড় :: বুধবার ১৯,জুন :: ভাঙড়ে আইএসএফের বুথ সভাপতির বাড়ির পাশ থেকে উদ্ধার বোমা, তৃণমূলরা বোমা রেখে ফাঁসানোর চক্রান্ত করছে দাবি আইএসএফের, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল, তদন্তে ভাঙ্গড় থানার পুলিশ ।
ভোট মিটতেই ভাঙ্গড়ে উদ্ধার বোমা। বোমা উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা
ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙ্গড় থানার রানিগাছি এলাকায়।
ঘটনা সূত্রে জানা যায়, রানিগাছি এলাকার আইএসএফের বুথ সভাপতি সিরাজুল খার বাড়ির পাশ থেকে উদ্ধার হয়েছে বোমা। বোমা উদ্ধার করে ভাঙ্গড় থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়ায়।
তবে আইএসএফের অভিযোগ, তৃণমূল চক্রান্ত করে ফাঁসানোর জন্য বোম রেখে গিয়েছে। এমনটাই জানালেন আইএসএফের বুথ সভাপতি সিরাজুল খার পরিবারের লোকজন। অন্যদিকে তৃণমূলের অভিযোগ , এলাকার অশান্তি তৈরি করার জন্য আইএসএফ নিজেরাই বোম রেখেছে এবং তৃণমূলের উপর দোষ চাপাচ্ছে।
তবে এই বোমা উদ্ধারকে কেন্দ্র করে আইএসএফ ও তৃণমূলের মধ্যে তৈরি হয় রাজনৈতিক উত্তেজনা।