নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভাঙড় :: রবিবার ১৬,মার্চ :: ভাঙড়ের পোলেরহাটে পিটিয়ে খুন কৃষক। লঙ্কা ক্ষেত থেকে উদ্ধার দেহ। জমি বিবাদের জেরেই খুন বলে প্রাথমিক অনুমান। মৃতের পরিবারের তরফে যারা গেছে প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল।
তার জেরেই এই খুনের ঘটনা কিনা তা জানতে তদন্ত শুরু পোলেরহাট থানার পুলিশের। ঘটনাস্থলে কলকাতা পুলিশের ডগ স্কোয়াড। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ভাঙড় ২ নম্বর ব্লকের পোলেরহাট থানার পাইকান এলাকায় গভীর রাতে ঘটনাটি ঘটে। নিহত কৃষকের নাম বাবলু মোল্লা।
রাত ১টা নাগাদ লঙ্কা ক্ষেত থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ।অন্যদিকে খবর পেয়ে পোলেরহাট থানার পুলিশ বাহিনীও মাঠে পৌঁছায়। সেখান থেকে বাবলু মোল্লাকে উদ্ধার করে জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মাথা থেঁতলে খুন করা হয়েছে বাবলুকে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।