নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভাঙড় :: ৮ই,মার্চ :: পঞ্চায়েত নির্বাচনের আগে আবারো উত্তপ্ত হয়ে উঠলো দক্ষিণ ২৪ পরগনা ভাঙড়। দোলের রাতে ভাঙড়ের এক তৃণমূল নেতাকে লক্ষ্য করে ৬ রাউন্ড গুলি চলল। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।এই হামলায় আহত হয়েছেন ওই নেতা।
তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে কলকাতার আর জি কর মেডিক্যাল হাসপাতালে রেফার করা হয়েছে। শাসকদলের স্থানীয় নেতা প্রোমোটিংয়ের কারবারে জড়িত ছিলেন। ব্যবসায়িক রেষারেষির জেরেই এই হামলা কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।পুলিশ সূত্রে খবর, ভাঙড়ের কেএলসি থানার কাঁঠালবেড়িয়া এলাকায় মঙ্গলবার ৬ রাউন্ড গুলি চলে।
তাতে গুরুতর আহত হন স্থানীয় তৃণমূল নেতা আনসার মোল্লা। বেঁওতা গাজি পাড়ার বাসিন্দা আনসার এলাকায় রঙের কাজের পাশাপাশি প্রোমোটিংয়ের সঙ্গে তিনি যুক্ত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়েরা। এলাকায় তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত আনসার।
এলাকার এক বাসিন্দা জানান, এদিন তাঁরা গোরস্থানের কাছে বসে আড্ডা দিচ্ছিলেন। সেই সময়ই হঠাৎই আর্তনাদ কানে যায় তাঁদের। তাঁর দাবি আনসার কাজ থেকে বাড়ি ফিরছিলেন, সেই সময় আচমকাই গুলি করা হয়। ব্যক্তিগত শত্রুতার কারণে গুলি কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।