ভাঙড়ে রাজ‍্য সড়কে রাত নামলেই দাপাচ্ছে মাটি বোঝাই ডাম্পার

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ভাঙড় :: বুধবার ২৫,ডিসেম্বর :: মাটির গাড়ির দাপাদাপিতে আতঙ্কের আর এক নাম বাসন্তী রাজ‍্য সড়ক।মাটি বোঝাই ডাম্পার গাড়ির অবাধ যাতায়াতে মৃত্যু পুরিতে পরিনত হয়েছে বাসন্তী রাজ‍্য সড়কের ভোজেরহাট থেকে মিনাখাঁ এলাকা। যে বাসন্তী হাইওয়েতে দূর্ঘটনা প্রায় সময়ই লেগে থাকে।

সেই রাজ‍্য সড়কে মাটির গাড়ির দাপাদাপি নিয়ে সরব হয়েছেন খোদ বিধায়ক সওকাত মোল্লা থেকে বিধায়ক নওশাদ সিদ্দিকী। সওকাত অবিলম্বে, মাটি মাফিয়া কে গ্রেফতার এবং গাড়ি সিজ্ করার জন্য পুলিশের কাছে অনুরোধ করেন এর পাশাপাশি নওশাদ বিস্ফোরক দাবি করে বলেন, পুলিশের একাংশ কে টাকা দিয়ে এই সমস্ত অবৈধ কাজ কর্ম চলছে।

ভাঙড়ের বাসন্তী রাজ‍্য সড়কে শতাধিক মাটি বোঝাই ডাম্পার চলাচল করছে। সেই মাটি দিয়ে জাতীয় সড়ক লাগোয়া জমিগুলি ভরাট করা হচ্ছে। বিভিন্ন মহলে এর বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে। কিছু প্রভাবশালী বাইরে থেকে এভাবে মাটি বহন করে এনে জমি ভরাট করাচ্ছেন বলে অভিযোগ।

আর দিনভর মাটি বোঝাই ডাম্পার চলাচল করায় তা রাস্তায় ছড়িয়েও পড়ছে। উল্লেখ্য, বাসন্তী রাজ‍্য সড়কে প্রতিনিয়ত ছোটো বড় দূর্ঘটনা লেগেই আছে। তার উপর মাটির দাপাদাপি তে জাতীয় সড়কে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। বিষয়টি প্রশাসনের কর্তারা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 7 =