সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ভাঙড় :: শুক্রবার ২৯,ডিসেম্বর :: আবারও ধানক্ষেত থেকে উদ্ধার হল তাজা বোমা । আর এই বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা ভাঙড়ে। স্থানীয় সূত্র জানা যায় ভাঙড়ে কাটাডাঙ্গা এলাকায় একটি চাষের জমি থেকে উদ্ধার হয় বোমা গুলি। প্রতিদিনের মতো নি শুক্রবার জমিতে চাষ করতে গিয়েছিল কৃষকেরা।
জমিতে থাকা একটি সাদা ব্যাগ পড়ে থাকতে দেখে সন্দেহ হয় কৃষকদের। এরপর ব্যাগটির কাছে গেলে কৃষকেরা দেখতে পায় তাজা বোমা। তড়িঘড়ি, খবর দেয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাশিপুর থানার পুলিশ। কাশিপুর থানার পুলিশ ব্যাগটিকে উদ্ধার করে নিয়ে আসে। পুলিশের প্রাথমিক অনুমান এই বোমা গুলি সকেট বোমা। ইতিমধ্যেই বোমা গুলিকে নিষ্ক্রিয় করার কাজ শুরু করে দিয়েছে কাশিপুর থানার পুলিশ।
পাশাপাশি কিভাবে ধান ক্ষেতের মধ্যে তাজা বোমা ভর্তি ব্যাগ এল তা তদন্ত শুরু করেছে কাশিপুর থানার পুলিশ। এক স্থানীয় বাসিন্দা তিনি বলেন, প্রতিদিনের মতনই জমিতে ধান কাটতে গিয়েছিল এলাকার বেশ কয়েকজন কৃষকেরা। সেই সময় জমিতেই একটি সাদা ব্যাগ পড়ে থাকতে দেখে তারা। কৌতুহল বসত ব্যাগটির কাছে গিয়ে ব্যাগ মধ্যে কি রয়েছে তা দেখার চেষ্টা করে কৃষকেরা।
ব্যাগটি খুলতেই চক্ষু চড়ক গাছ হয়ে যায় কৃষকদের। ব্যক্তির মধ্যে দেখতে পায় তিনটি তাজা বোমা। এরপর তড়িঘড়ি খবর দেয়া হয় কাশিপুর থানাতে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় কাশিপুর থানার পুলিশ। বোমা গুলিকে ইতিমধ্যেই উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এই বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।