নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভুতনি :: শনিবারে ২০,ডিসেম্বর :: ভাঙন দুর্গত এবং ভুতনির বাঁধে আশ্রয় নেওয়া মানুষের পাশে দাড়াতে মালদার মানিকচকের ভুতনি উত্তর চন্ডীপুরের কালুটনটোলা এলাকায় আসেন সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি।
এদিন ভুতনির সুবোধ চৌধুরী পাঠশালার পড়ুয়াদের সাথে আলাপ আলোচনা করেন পাশাপাশি ভাঙন দুর্গতদের মধ্যে কম্বল বিতরণ করেন।এরপর ভাঙ্গন দুর্গতদের সাথে কথা বলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুমিত দে,সিটু সাধারণ সম্পাদক দেবজ্যোতি সিনহা,মোজাফার হোসেন,শ্যামল বসাক সহ সিপিআইএম নেতৃত্ব।ভাঙন দুর্গতদের পুনর্বাসনের দাবি তোলেন তিনি।

