নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: অংকুরহাটি :: শনিবার ১২,এপ্রিল :: ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকির গাড়ি দুর্ঘটনার কবলে। ১৬ নাম্বার জাতীয় সড়ক অঙ্কুরহাটি মোড়ে লরির ধাক্কা বিধায়কের গাড়িতে।
অক্ষত রয়েছেন বিধায়ক। কলকাতা থেকে ফুরফুরা শরীফে নিজের বাড়ি ফেরার সময় ঘটে দুর্ঘটনা। বিধায়কের গাড়ির ক্ষতি হলেও অল্পের জন্য বেচে যান ভাঙরের বিধায়ক।