সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ভাঙড় :: বুধবার ২১,মে :: ভাঙড়ে ফের বড়সড় মাদক চক্রের হদিস পেল পোলারহাট থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সকালে ভাঙ্গড়ের হাতিশালা এলাকা থেকে একটি হলুদ ট্যাক্সি আটক করে পুলিশ। ট্যাক্সিটি থেকে উদ্ধার হয় পাঁচটি ব্যাগ ভর্তি গাঁজা, যার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে প্রাথমিক অনুমান।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা কোচবিহার থেকে ট্রেনে করে শিয়ালদহে পৌঁছায়। সেখান থেকে নিউটাউনের অ্যাকোয়াটিকা যাওয়ার নাম করে একটি হলুদ ট্যাক্সি ভাড়া নেয় তারা।
তবে পরে চালককে অতিরিক্ত টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে ভাঙ্গড়ের দিকে রওনা হয়। এই গোটা বিষয়ে আগে থেকেই নজর রাখছিল পোলারহাট থানার পুলিশ।
হাতিশালা এলাকায় ফাঁদ পেতে থাকা পুলিশ ট্যাক্সিটিকে দাঁড় করায় এবং তল্লাশি চালিয়ে পাঁচটি ব্যাগ ভর্তি গাঁজা উদ্ধার করে। ঘটনাস্থল থেকে ট্যাক্সি চালক সহ মোট পাঁচজনকে আটক করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গোটা মাদকচক্রের পর্দাফাঁসের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
এই সাফল্যে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানা গেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে।