নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভাঙ্গড় :: মঙ্গলবার ২৫,ফেব্রুয়ারি :: ২০২৬ সালের বিধানসভা ভোটকে সামনে রেখে ভাঙ্গড় জুড়ে আগাম প্রস্তুতি শুরু করেছে তৃণমূল কংগ্রেস। ভাঙ্গড় ১ ও ২ নম্বর ব্লকে একের পর এক রাজনৈতিক সভা করে জনসংযোগ বাড়াচ্ছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। তাঁর দাবি, এবার লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী হবে তৃণমূল কংগ্রেস।
ভাঙ্গড়ের রাজনৈতিক সমীকরণেও বড়সড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আইএসএফ-এ ব্যাপক ভাঙন শুরু হয়েছে, এবং বহু কর্মী-সমর্থক শওকত মোল্লার হাত ধরে তৃণমূলে যোগ দিচ্ছেন। বিশেষ করে ভাঙ্গড় ১ ও ২ নম্বর ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে শতাধিক আইএসএফ কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন বিধায়ক শওকত মোল্লা।
সবচেয়ে বড় চমক কচুয়া এলাকায়। এখান থেকে প্রায় ৬০টি পরিবার একযোগে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে। বিধায়ক শওকত মোল্লার মতে, “মানুষ উন্নয়ন ও শান্তি চায়। তাই তারা স্বতঃস্ফূর্তভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আসছেন।”