সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ ::ভাঙ্গর :: একদিক থেকে তৈরি হচ্ছে রাস্তা। অন্যদিক থেকে উঠে চলে যাচ্ছে চাঁওড়। এমন নিম্নমানের কাজ দেখে ক্ষোভে ফেটে পড়লেন ভাঙ্গড় ২ নম্বর ব্লকের কচুয়া গ্রামের বাসিন্দারা। তাদের ক্ষোভ দীর্ঘদিন ধরে ভেঙেচুরে পড়ে থাকা রাস্তা যদিও জেলা পরিষদের উদ্যোগে সারানোর কাজ শুরু করেছে কন্টাক্টর বা ঠিকাদার।
কিন্তু এই নিম্নমানের কাজ দেখে বন্ধ করে দিলো এলাকার মানুষ। দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের ৪০ লক্ষ টাকা বরাদ্দ করে ওয়ার্ক অর্ডার পাস করিয়ে ছিল। কিন্তু সেই কাজ করতে গিয়ে টাকা ঝেড়ে দুর্নীতির সঙ্গে আপোষ করে এই নিম্নমানের কাজ করছে ঠিকাদারি সংস্থা।
এলাকার মানুষের দাবী দুর্নীতিগ্রস্ত ওই ঠিকাদারকে সমস্ত অর্ডার ক্যানসেল করতে হবে। একই সঙ্গে নতুন করে রাস্তা সারাইয়ের এর কাজে হাত দিতে হবে।