ভাটপাড়ায় ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: ভাটপাড়া :: রবিবার ২৫,জানুয়ারি :: ভাটপাড়া থানার পুলিশ ফের আগ্নেয়াস্ত্র-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল। রামনগর কলোনির ২৮ নম্বর রেলগেটের কাছে থেকে প্রেম কুমার সাউ নামে ওই দুষ্কৃতীকে পাকড়াও করা হয়।

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে তথ্য পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।

পুলিশ জানিয়েছে, কী উদ্দেশ্যে প্রেম কুমার সাউ নিজের কাছে আগ্নেয়াস্ত্র রেখেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা চলছে। ঘটনার সঙ্গে অন্য কোনও অপরাধচক্রের যোগ রয়েছে কি না, তাও তদন্তের আওতায়।

উল্লেখ্য, অপরাধপ্রবণ ভাটপাড়া থানা এলাকা থেকে গত এক মাসে প্রায় ১৪ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এত বড় সংখ্যায় অস্ত্র উদ্ধারের পরও এলাকায় আরও বেআইনি আগ্নেয়াস্ত্র লুকিয়ে থাকার আশঙ্কা রয়েছে বলে মনে করছে পুলিশ। সেই কারণেই ভাটপাড়া জুড়ে অভিযান আরও জোরদার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × one =