ভাটপাড়া থানার বড় সাফল্য অভিযান চালিয়ে দুষ্কৃতিসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভাটপাড়া :: মঙ্গলবার ১৩,জানুয়ারি :: ভাটপাড়া থানা পানিটাংকি মোড়ের কাছে বিএল নম্বর ২২ হাউস নম্বর ২৫/১ তে আচমকা অভিযান চালিয়ে

সন্তোষ কুমার সাউ নামে এক ব্যক্তিকে ৫ রাউন্ড কার্টুজ, ২টি ম্যাগাজিন ও একটি ৭.৬৫ এম.এম. আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে। আগ্নেয়াস্ত্রটি কোথা থেকে তার হাতে এল এবং কি উদ্দেশ্যে সে সাথে রেখে ছিল তা নিয়ে তদন্ত চালাচ্ছে ভাটপাড়া থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 13 =