ভাটপাড়া পৌরসভার কাউন্সিলর পৌরসভার বিরুদ্ধে স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগ তুলে সাংবাদিকদের মুখোমুখি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভাটপাড়া :: ০৭,মে :: ৩৫ টি আসন বিশিষ্ট এই পৌরসভায় সব কটি তৃণমূলের দখলে। এবার পৌরসভার দুর্নীতি নিয়ে মুখ খুললেন ভাটপাড়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যেন রায়। তিনি বললেন সব কিছু কন্টাকে দিয়ে দেওয়া হচ্ছে কোন আলোচনা হয় না কাউন্সিলরদের সাথে বা সিআইসি মেম্বারদের সাথে এটা আমরা মেনে নেব না।

অন্যান্য পৌরসভার আগে কাউন্সিলরের আলোচনা করে তারপর কন্ট্রাক্ট পাস হয়। দুর্নীতিতে ভরে গেছে। চেয়ারম্যান রেবা রাহা তার দুই ছেলে সোমনাথ শ্যাম ও সঞ্জয় শ্যামকে সমস্ত কন্ট্রাক্ট পাইয়ে দিচ্ছেন। পৌরসভার আধিকারিকরা বা কাউন্সিলাররা সরাসরি চেয়ারম্যানের সাথে কথা বলতে পারেনা। দলকে জানানো হয়েছে কিন্তু তাতে কোন ফল হয়নি।

তিনি দাবি করেন যতক্ষণ পর্যন্ত চেয়ারম্যানকে না সারানো হবে ততক্ষণ পৌরসভার উন্নতি বা ভালো হবে না। পৌরসভার কোন ডেভেলপমেন্ট হচ্ছে না বলে দাবি সত্যেন রায়ের। টেন্ডার ছাড়াই কাজ হচ্ছে নিজের লোকদের দিয়ে। কাউন্সিলররা তাদের ভাতা পাচ্ছেনা , বলা হচ্ছে পৌরসভার ফান্ড নেই। কোথা থেকে টাকা আসছে কি ফান্ড আসছে? কোন কাউন্সিলরের সঙ্গে আলোচনাই হয় না। এ ব্যাপারে বিধায়ক সোমনাথ শ্যাম কোন মন্তব্য করতে চাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 18 =