নিজস্ব সংবাদদাত :: সংবাদ প্রবাহ :: জগদ্দল :: বুধবার ১০,সেপ্টেম্বর :: মঙ্গলবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিক বৈঠক ডেকে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বিএলও-দের ছবি তুলে ধরেন। তাঁর অভিযোগ, তৃণমূলের শিক্ষা সেলের নেতা বিজেশ প্রসাদ, তৃণমূল নেত্রী রাজলক্ষ্মী সাউ, শিউজি সাউয়ের মতো অনেককেই ভাটপাড়া বিধানসভায় বি এল ও করা হয়েছে।
তাছাড়া অঙ্গনওয়াড়ি কর্মী, স্কুলের নন-টিচিং স্টাফদেরও বি এল ও করা হয়েছে। যা নির্বাচন কমিশনের গাইড লাইনের বাইরে। এদিন তিনি ভুয়ো ভোটারের নথি প্রকাশ্যে আনেন। তিনি বলেন, ভাটপাড়ায় ইতিমধ্যে ভুয়ো ভোটারের সংখ্যা ৯৩৭৭।যারা মারা গিয়েছেন। যারা অন্যত্র থাকেন। যাদের নাম একাধিক ভোটার তালিকায়। তিনি জানান, বি এল ও বদল-সহ ভুয়ো ভোটার বাতিলের দাবিতে ইতিমধ্যেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনে জাননো হয়েছে।
তাঁর দাবি, ভুয়ো ভোটার বাদ গেলে, এসপিও চেঞ্জ হলে বাংলায় ৫০ টি আসনের নীচে নেমে যাবে। এই প্রসঙ্গের উত্তর দিতে গিয়ে ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ বলেন ইডি সিবিআই এর পর নির্বাচন কমিশনারও বিক্রি হয়ে গেছে। যদি এরকম নাম হয়ে থাকে তাহলে নির্বাচন কমিশনই সিদ্ধান্ত নেবে।
কিন্তু যে নাম গুলোর কথা বলছেন এই নামগুলো অর্জুন সিংয়ের সময় থেকেই দেওয়া। উনি এখন অনেক কথাই বলবেন। খতিয়ে দেখার কাজ নির্বাচন কমিশনের যদি বাদ যায় যাবে তাতে কারো কিছু বলার থাকবে না।