নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভাটপাড়া :: ভাটপাড়া পৌরসভার এলাকা চির্দিনই উত্তেজনা প্রবন । এলাকা জুড়ে অশান্তি লেগে থাকা তা প্রায় নিত্যদিনের ঘটনা । এর মধ্যেই পুর ভোটের প্রচার নিয়ে এলাকায় তেমন ভাবে কোনো উল্লেখযোগ্য অশান্তির ঘটনা ঘটেনি বললেই চলে ।
ঠিক সেই সময় যেখানে রাত পোহালেই ভোট,সেখানে ভাটপাড়া তিন নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী বাবলি দের মৃত্যুতে বন্ধ হল তিন নম্বর ওয়ার্ডের ভোট। ভোর রাতে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় বাবলি দের। তিন দিন আগে মস্তিষ্কে রক্তক্ষরণে কারণে তিনি ভর্তি হয়েছিলেন হাসপাতলে।মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।