কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ৬,জানুয়ারি :: মন্ত্রী শশী পাঞ্জা জানালেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বিষয়টি দেখছেন। পুলিশ যথেষ্ট তদন্ত করছে। ভাড়া করে কেউ তো নিয়ে এসেছে দুলাল সরকার কে খুন করার জন্য, সেই মাথাটাকে খুঁজতে হবে। চৈতালি চাইলে মুখ্যমন্ত্রীর কাছে যেতেই পারে অভিযোগ জানাতেই পারে। চৈতালির সাথে দিদির আজকের না বহুদিনের পরিচয়।
নিহত দুলাল সরকারের স্ত্রী চৈতালি সরকার :: নিজস্ব চিত্র
আমার মাধ্যমে যেতে হবে সেটা তো নয়। কি কারণে দুলাল সরকারের নিরাপত্তা রক্ষী সরানো হয়েছিল নিশ্চয়ই আগামী দিনে পরিষ্কার হবে, এই নিয়ে মুখ্যমন্ত্রী নিজে উদ্বেগ প্রকাশ করেছিল।
দুলাল সরকারকে খুনের পেছনে যে গোষ্ঠিই হোক না কেন, কোন রাজনৈতিক দলই হোক না ধরা পড়বেই। এতগুলো মানুষের অভিভাবক হিসেবে কাজ করতো দুলাল তাকে যদি এই ভাবে চলে যেতে হয় খুব বেদনাদায়ক ঘটনা।