নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ৮,ফেব্রুয়ারি :: বর্ধমান শহরের মেঘনাথ সাহা পল্লীতে ভাড়া মেসবারি থেকে উদ্ধার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী গলায় ওড়নার ফাঁস লাগানো দেহ। মৃতের নাম শুভেচ্ছা ঘোষ বয়স ২২ বছর। সাঁইথিয়ায় তার বাড়ি বলে জানা গেছে।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এম এ দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল বর্ধমান শহরের মেঘনাথ সাহা পল্লী এলাকায় মেস বাড়িতে সে থাকতো। জানা গেছে রাত্রি বারোটা সাড়ে বারোটা পর্যন্ত তার বাড়ির লোকের সঙ্গে সে ফোনে কথা বলেছে। সকাল থেকে যখন তাকে ফোনে পাচ্ছিল না তার বাড়ির লোকজন তখন মেসবাড়ীতে ফোন করে তার পরিবারের লোকজন।
স্থানীয় মানুষের সহযোগিতায় দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকে দেখে সে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে সে ঝুলছে। খবর দেওয়া হয় বর্ধমান সদর থানায় পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে।