নিজস্ব সংবাদদাতা :: সংবাদ :প্রবাহ : বর্ধমান :: বুধবার ২,এপ্রিল :: পূর্ব বর্ধমানের ভাতার থানার আড়া গ্রামে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যাওয়ার রাস্তা নিয়ে চরম উত্তেজনা ছড়ায়। স্থানীয় তৃণমূল নেতা কৃষ্ণগোপাল মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ, তিনি খামারবাড়ির গেটের সামনে বাঁশের কাঠামো তৈরি করে পথ আটকে দিয়েছেন।
ভট্টাচার্য পরিবার জানায়, তারা চার ফুট রাস্তা দেওয়ার প্রস্তাব দিলেও কৃষ্ণগোপাল সাত ফুট রাস্তার দাবি জানিয়ে চাপ সৃষ্টি করেন। শুধু তাই নয়, তিনি ২০ বস্তা সিমেন্ট ও রাস্তা তৈরির পুরো দায়িত্বও তাঁদের উপর চাপিয়ে দেন।
রাজি না হওয়ায় তিনি গেট আটকে দেন এবং বাঁশ সরাতে গেলে হুমকি দেন। রমেন ভট্টাচার্যের অভিযোগ, প্রতিবাদ করলে কৃষ্ণগোপাল দলবল নিয়ে তাঁদের বাড়িতে হামলা চালান। তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী সায়নী ভট্টাচার্যকেও হেনস্তা করা হয়।
এ প্রসঙ্গে বিজেপি নেতা সৌমেন কার্ফা দাবি করেন, এটি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। অন্যদিকে, জেলা তৃণমূল মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে এবং রাস্তা আটকানো অন্যায়।