নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ২২,ফেব্রুয়ারি :: পূর্ব বর্ধমানের ভাতারের বলগোনা বাজারে বিশেষ কাজে গিয়েছিলেন ভাতার থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রসেনজিৎ দত্ত। সেখানে তিনি দেখতে পান দুই নাবালক বাজারে ভিক্ষা করছে। তৎক্ষণাৎ তিনি গাড়ি থেকে নেমে তাদের কাছে গিয়ে তাদের নাম ঠিকানা জানেন এবং কেন তারা এই কাজ করছে সে বিষয়ে খোঁজখবর নেন।
ওসি জানতে পারেন তাদের বাড়ি ভাতারের সন্তোষপুর গ্রামে । তাদের বাবার নাম শেখ আশরোফ । তিনি শারীরিক ভাবে অক্ষম। মা কাঁথা সেলাইয়ের কাজ করেন । যা আয় হয় তা দিয়ে তাদের সংসার চলেনা। তাই তারা স্কুল বন্ধ করে ভিক্ষা করছে। সব কিছু শোনার পর তিনি তখনই মুদিখানা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সমস্ত রকম মালপত্র কিনে নিয়ে যান আশরোফের বাড়ি।
পাশাপাশি ওই দুই নাবালক ইসমাইল ও আশরাফিলের সমস্ত পড়াশোনার দায়িত্ব নেন তিনি। তাদের প্রয়োজনীয় খাতা পেন কিনে দেন। এখানেই তিনি থেমে থাকেননি । তাদের মা যাতে মাসে কিছু আয় করতে পারে সে কথাও তিনি ভেবেছেন।