নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভাতার :: মঙ্গলবার ৬,মে :: পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার অন্তর্গত কালুকতাক গ্রামে গোরস্থানের পাঁচিলের পাশে জারভর্তি বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়।
স্থানীয় বাসিন্দারা গোরস্থানের কাছে একটি বড় জার দেখতে পান, যার মধ্যে সন্দেহজনক কিছু রয়েছে বলে অনুমান করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ভাতার থানার পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, জারের ভিতরে সাত থেকে আটটি বোমা থাকতে পারে। বিষয়টির গুরুত্ব বুঝে পুলিশ বোম ডিসপোজাল স্কোয়াডকে খবর দেয়। দ্রুত তারা ঘটনাস্থলে এসে বোমা নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করে।
বোমাগুলি কোথা থেকে এল, কে বা কারা রেখে গেল—তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্কের পাশাপাশি কৌতুহলও দেখা দিয়েছে।