নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: মঙ্গলবার ১০,ডিসেম্বর :: পূর্ব বধমানের ভাতার থানার ঝর্ণা গ্রামের পি এইচ ই জলের পাইপ লাইনের কাজ করতে এসে ঠিকাদার কর্মী মারা যায় । জানা যায় ওই ব্যক্তি জলের পাইপ লাইনের কাজ করছিলো।
গ্রামবাসীরা জানান, ঐ ব্যাক্তি একাই ছিলেন, ৪ ,৫ ফুট নিচে নেমে জলের লাইনের ভাল্ভের এর কাজ করার জন্যই নামে তখনই ওই খালের উপর থেকে ধস ছেড়ে মাটি চাপা পরে ঐ ব্যক্তি।
স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে, তাদের অন্যান্য কর্মীদের খবর দেয় সঙ্গে সঙ্গে ওই খালের মাটি সরানোর হাত লাগান। ঠিকাদার সংস্থার জিসিপি নিয়ে মাটি সরানোর কাজে লাগানো হয় পরে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে আসে ভাতার থানার পুলিশ । স্থানীয় হসপিটালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক দেখে বলেন বলেন তিনি মারা গেছেন । পরে ঐ ব্যক্তির নাম জানা যায় রতন ক্ষেত্রপাল বয়স আনুমানিক ৪৩ বছর, বাড়ি পূর্ব বর্ধমানের কালনায়।