নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বুধবার ২৬,ফেব্রুয়ারি :: পূর্ব বর্ধমান জেলার মালডাঙ্গার এক মহিলা নাম ইলা দাস। তার ঔষধের দোকান ভাতার বাজারে আসছিলেন। দোকানে এসে দেখেন তার মোবাইল ফোনটি নেই। তিনি তড়িঘড়ি বিষয়টি ভাতার থানার পুলিশকে জানান ।
ভাতার থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক বুদ্ধদেব ঢুলি তিনি বাসটিকে চিহ্নিত করে এক ঘন্টার মধ্যে ওই ফোনটিকে উদ্ধার করে ওই মহিলাকে ফিরিয়ে দিলেন বাস চালকের তৎপরতায়। খুশি ওই মহিলা ব্যবসায়ী।
ওই মহিলা জানান যে, পুলিশের সহযোগিতায় এর আগে আমার একটি ব্যাগ ফিরে পেয়েছিলাম। মোবাইল ফোন ফিরিয়ে দিল আমাকে ভাতার থানার পুলিশ। পুলিশ এইভাবে পাশে থাকলে মানুষের ভরসা অনেকখানি বেড়ে যাবে।ভাতার থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক বুদ্ধদেব মহাশয় কে অসংখ্য ধন্যবাদ।