নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ১২,সেপ্টেম্বর :: পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লক হাসপাতালে একের পর এক অনিয়মের অভিযোগ ঘিরে সরব হল শাসক দল। ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দিলেন ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাসুদেব যশ।
অভিযোগে বলা হয়েছে— সামান্য অসুস্থ রোগীকেও কথায় কথায় বর্ধমানে রেফার করা হচ্ছে, হাসপাতালে পর্যাপ্ত ওষুধ মজুত নেই, মাঝেমধ্যে এক্স-রে মেশিন খারাপ থাকছে, কিছু চিকিৎসক নির্দিষ্ট বেসরকারি প্যাথলজি ও হাসপাতালের নাম করে রোগীদের বাইরে যেতে বলছেন।
এ নিয়ে বাসুদেব যশ জানান, “এলাকার মানুষ নিয়মিত এই অভিযোগ করছে। তাই আমরা লিখিত আকারে ব্লক স্বাস্থ্য আধিকারিককে জানালাম। যদি এর সমাধান না হয়, তবে বিষয়টি জেলা আধিকারিকের কাছে তুলব।”