ভাতা বাড়াও বকেয়া মেটাও দাবিতে সিউড়ি ১ ব্লক অফিসে থালা হাতে বিক্ষোভ আশা কর্মীদের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সিউড়ি :: বৃহস্পতিবার ০১,জানুয়ারি :: ভাতা বৃদ্ধি ও বকেয়া মেটানোর দাবিতে বীরভূমের সিউড়ি ১ নম্বর ব্লক অফিসে থালা হাতে বিক্ষোভ দেখালেন আশা কর্মীরা। এই বিক্ষোভ কর্মসূচিতে বীরভূম জেলার একাধিক আশা কর্মী অংশ নেন।

তাঁদের মূল দাবি ন্যূনতম ১৫ হাজার টাকা মাসিক বেতন দিতে হবে এবং দীর্ঘদিন ধরে যে সমস্ত বকেয়া পাওনা রয়েছে তা অবিলম্বে মেটাতে হবে।আন্দোলনকারীদের অভিযোগ রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তার কোনও বাস্তবায়ন হচ্ছে না। সে কারণেই বাধ্য হয়ে তারা আন্দোলনের পথে নামতে বাধ্য হয়েছেন বলে জানান।

আশা কর্মীরা স্পষ্ট ভাষায় বলেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে এবং প্রয়োজনে থালা হাতে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন।

উল্লেখ্য দিন কয়েক আগেই সিউড়ি বাস স্ট্যান্ড চত্বরে রাস্তার ওপর শুয়ে বিক্ষোভ দেখিয়ে ছিলেন আশা কর্মীরা। তারই ধারাবাহিকতায় এদিন থালা হাতে প্রতিবাদ জানানো হয়। প্রায় ত্রিশ মিনিট ধরে চলে এই বিক্ষোভ কর্মসূচি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + nine =