নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ৩,জানুয়ারী :: মৃত বাবলা সরকারের শেষকৃত্যের আগে বাবলা সরকারের নিজস্ব কাউন্সিলর কার্যালয় সহ ওয়ার্ড এর বিভিন্ন এলাকায় মৃতদেহ নিয়ে ঘোরানো হয় ফুল দিয়ে তাকে শ্রদ্ধা নিবেদন করেন ।
তারপর রথবাড়ি তৃণমূলের জেলা কার্যালয়ে তার মরদেহ নিয়ে এসে তৃণমূলের জেলা নেতৃত্ব সহ মন্ত্রী ববি হাকিম, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী, মন্ত্রী সাবিনা ইয়াসমিন, সাংসদ মৌসুম বেনজির নূর সহ অন্যান্য দলেরও বিভিন্ন নেতৃত্বরা এসে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
সেখান থেকে নিয়ে যাওয়া হয় জেলা ক্রীড়া সংস্থার মাঠের, মাঠের লাইফ মেম্বার থাকায় তাকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় ইংরেজবাজার পৌরসভার সামনে কাউন্সিলর হিসাবে তাকে পৌরসভার সকল কর্মীরা ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।
অবশেষে সেখান থেকে ইংরেজবাজারের সাদুল্লাপুর মহাশ্মশানের শেষকৃত্যের উদ্দেশ্যে রওনা দেয়। হাজার হাজার মানুষ শামিল হোন সেখানে।