ভারতবর্ষের কোথাও আর এই ইভিএমে ভোট হয়না – বললেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: সম্প্রতি নির্বাচনে গেরুয়া শিবিরের দখলে ৪ রাজ্য। গেরুয়া শিবিরের জয়ের পিছনে ইভিএম কারচুপি কে দায়ী করেছে এই রাজ্যের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তৃণমূল সুপ্রিমো অভিযোগের জবাব দিলেন বিজেপি রাজ্য সভাপতি। সুকান্ত মজুমদার জানান,পুরসভা নির্বাচনের নামে যা হয়েছে, তা প্রহসন। আমরা এই ফলকে মানি না।

পুরসভা নির্বাচনে যে ইভিএম ব্যবহার করা হয়েছে, তা বাতিল করা হয়েছে। ভারতবর্ষের কোথাও আর এই ইভিএমে ভোট হয়না। শনিবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে দলের সাংগঠনিক সভায় যোগ দিতে এসে একথা বলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন উপস্থিত ছিলেন বারুইপুর সাংগঠনিক সভাপতি উত্তম কর-‌সহ জেলা নেতৃত্ব।

পাশাপাশি তিনি আরও বলেন, এই সরকারের হাতে টাকা নেই। সব বেচে দিচ্ছে। পেনশন দিতে পারছে না। আগামীদিনে মাইনে বন্ধ হয়ে যাবে। তবুও দুয়ারে সরকারের নামে ফর্ম ভর্তি করতে বলছে। কাউকে টাকা দিতে পারবে না এই সরকার‌।

অন্যদিকে বিধানসভা ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত দলীয় কর্মী-‌সমর্থকদের পাশে দাঁড়াতে নেতৃত্বের খামতি ছিল বলে স্বীকার করে নিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। তিনি জানান, এই হিংসা মোকাবিলা করা যাবে তা অনেকেই বুঝতে উঠতে পারেন নি। তবে আমরা পরবর্তী সময়ে প্রত্যেক কর্মী-‌সমর্থকদের পাশে আছি। সাধ্যমত তাদেরকেও সাহায্যও করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =